কোলন ক্যান্সারের প্রাথমিক ৯টি লক্ষণ | 9 Early Symptoms of Colon Cancer

কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ

কলন ক্যান্সার বেশিরভাগ এটি মধ্য বয়স্ক ও বেশি বয়সের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। কলন ক্যান্সার অনেকসময় অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যেও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যখন মলাশয় বা মলনালীর মধ্যে অনিয়ন্ত্রিত ভাবে কোষ বৃদ্ধি পেতে থাকলে সেই অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পাওয়া কোষের কারণে সৃষ্টির কারণে কলন ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। এই ক্যান্সারের ফলে মলত্যাগ করার সময় অসহ্য যন্ত্রণার সৃষ্টি হতে পারে। অনেক ক্ষেত্রে মল ত্যাগের সময় রক্তপাত মতন সমস্যা সৃষ্টি হতেও দেখা গেছে। কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ গুলি কি কি জেনে নিন।


কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ:—


১। মল ত্যাগ বেড়ে যাওয়া:


দিনে মল ত্যাগ করা বেড়ে যেতে পারে অথবা বারে বারে মল অনুভব সৃষ্টি হতে পারে। 


২। পেটে ব্যাথা:


কোলন ক্যান্সারের পেটে ব্যাথা অন্যতম একটি কারণ। পেটে ব্যাথার অনেক কারণ রয়েছে। পেটে ব্যাথা বা পেট ফোলার সমস্যা থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা খুব দরকারী।


৩। মাথা ঘোরা:


কলন ক্যান্সারের প্রথম দিকে মাথা ঘোড়ার মতন সমস্যা দেখা দিতে পারে।


৪। ক্লান্ত ভাব:


অনেক সময় বেশি পরিমানে কাজ করার ফলে মানুষের শরীরে ক্লান্তি ভাব দেখা দিতে শুরু করে। সব সময় ক্লান্তি ভাব থাকা অথবা শরীরে এনার্জি কম থাকাও কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ।


আরও পড়ুন:- নিরাপদ ভাবে মদ্যপান করার কিছু টিপস


৫। মল কালো রঙের:


কলন ক্যান্সারের কারণে মলের রং পরিবর্তন হতে শুরু করে। কালো রঙের মল ত্যাগ করাও কলন ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ।


৬। বমি ভাব:


কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ গুলির মধ্যে আরেকটি লক্ষণ হলো বমি বমি ভাব অথবা গা গুলিয়ে ওঠার মতন সমস্যা দেখা দিতে আউরু করে।


৭। ওজন কমে যাওয়া:


শরীরের ওজন সাধারণের তুলনায় কমে যাওয়া কোলন ক্যান্সারের একটি লক্ষণ।


৮। কোষ্ঠকাঠিন্য সমস্যা:


কোলন ক্যান্সারের রোগীদের মধ্যে প্রাথমিক পর্যায় কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা হতে গেছে যায়। মল ত্যাগ করার সময় রক্তপাত হতে দেখা যায়। চসিঅলন ক্যান্সারের রোগীদের রক্তের রং কালচে রঙের হতে দেখা যায়।


৯। খিদে কমে যাওয়া:


খাবার খেতে ইচ্ছা না করা বা খিদে কমে যাওয়ার লক্ষণ গুলিও কোলন ক্যান্সারের লক্ষণ গুলির মধ্যে পরে।


আরও পড়ুন:- HIV ভাইরাসের কারণ যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন


( হেলথ নিয়ে সমস্ত খবর আগে পেতে আমাদের পেজ গুলিকে ফলো করুন- whatsapp, telegram, facebook, google news )