পাকা চুল তুললে কি আরও বেশি গজায় | পাকা চুল তুলে নিলে কি মাথা সাদা হয়ে যাবে।

 


আমরা ছোট বেলাতে অনেকেই শুনেছি যে পাক চুল তুলে নিলে তার পর থেকে মাথাতে পাকা চুলে ভোরে যায়। আমাদের মধ্যে অনেকেই ভাবে যে পাকা চুল টেনে তুলে নিলে সেই পাকা চুলের গড়াতে যে রস থাকে সেই রসটি অন্য চুলের গড়াতে লাগলে সেই চুলটাও পেকে যাবে এটা আমাদের মনের একটি ভুল ধারণা। বিশেষজ্ঞড়া বলেছেন এটি হলো একটি সম্পূর্ণ ভুল ধারণা। বিশেষজ্ঞদের মতে পাকা চুল তুলে নিলে সেইখান আমাদের মাথার কোনো চুলি পাকে না। আপনি যদি আপনার পাকা চুল নিজের থেকে টেনে তোলেন তার জন্য আপনার কোন চুল পাকবে না কিন্তু আপনার মাথায় টাক পরে যেতে পারে। এর ফলে পাকা চুল টেনে তোলার আগে ভালোকরে ভেবে নেবেন। মাথার চুল পেকে যাওয়ার অনেক কারণ রয়েছে, যেমন- পুষ্টির অভাবে অনেক সময় মাথার চুল পেকে যেতে থাকে অথবা আমাদের প্রতিদিন ফাস্ট ফুড তেলে ভাজা ইত্যাদি বাইরের খাবার বেশি পরমানে খাওয়ার ফলে মাদের মাথার চুল পেকে যেতে থাকে অথবা চুল পরে যায়। 


পাকা চুল তুললে কি আরও বেশি গজায়?


আমাদের চুল কাল দেখায় শুধুমাত্র মেলানিনের জন্য। মেলানিনের পরিমান বেশি থাকলে চুল কাল দেখায়। আর আমাদের শরীরে মেলানিনের পরিমান কমে গেলে চুল সাদা হতে শুরু করে। মেলানিনা থাকে আমাদের চুলের গড়ার ফলিকলের এক বিশেষ ধরণের কোষে জার ফলে আমাদের চুলের রং কালা দেখায়। চুলের ওই কোষে মেলানিনের পরিমান কমে যাওয়ার ফলে চুল পাকতে শুরু করে। সেই পাকা চুল যদি টেনে তুলে ভেলা হয় তাহলেও সেই খান থেকে যে নতুন চুল হয় তার রং ও সাদা হওয়ার সম্ভবনা বেড়ে যায়। চুল জোর করে টেনে তোলার ফলে সেই খানে চুলের গোড়া হালকা হয়ে যেতে পারে জার ফলে চুল খুব সহজেই পরে যেতে থাকে অথবা সেই জায়গাতে আর চুল নাও উঠতে পারে।



Tags